জামালপুর সংবাদদাতা।। তীব্র জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। তড়িঘড়ি করে মৃতদেহ নিয়ে হাসপাতাল ছেড়েছেন স্বজনরা।
এদিকে, সর্দি-জ্বর নিয়ে ঠাকুরগাঁওয়ের একই পরিবারের পাঁচজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল মোকাদ্দেম জানান, খুব বেশি অসুস্থ থাকায় তাদের সবাইকে করোনা ইউনিটে নেয়া হয়েছে। অসুস্থ রুহুল আমিন পেশায় হোটেল ব্যবসায়ী। তিনি রাজধানীর মিরপুরে থাকেন।
গত মঙ্গলবার স্বপরিবারে গ্রামের বাড়িতে যান। পরদিন রুহুল আমিন ও তার স্ত্রী আমেনা খাতুন জ্বরে আক্রান্ত হন। এর পরপরই ছেলে রোহানসহ পরিবারের আরো দুইসদস্য অসুস্থ হয়ে পড়েন।
পরে রুহুল আমিন তাঁর ফেসবুকে সবার কাছে দোয়া চেয়ে একটি পোস্ট দিলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করে প্রশাসন। তাদের অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম