প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৬:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ৭:৩২ অপরাহ্ণ
জয়পুরহাটের কালাইয়ে টাপেন্টা-পেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট জেলার কালাই উপজেলার বফলগাড়ী এলাকায় ৯ সেপ্টেম্বর বুুধবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ৩০০ পিস টাপেন্টা ট্যাবলেট ও ৫০ পিস পেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম উপজেলার শিকটা এলাকার মৃত সহির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার শিকটা এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ৩০০ পিস টাপেন্টা ও ৫০ পিচ পেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টা ও পেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম