আবু রায়হান,জয়পুরহাট।। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে ৪৪০ বোতল ফেন্সিডিল ও ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন।
কয়া সিমান্ত ক্যাম্পের টহল দলের বিজিবি কমান্ডার সুবেদার আলমঙ্গীর হোসেন জানান, ১৫ জানুয়ারি শুক্রবার ভোরে ভুঁইডোবা সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪৪০ বোতল ফেন্সিডিল চোরাকারবারিরা ফেলে দিয়ে পালিয়ে যায় এবং একই সময় অপর একটি অভিযানে ভারতে পাচারের সময় কয়া মাঠের মধ্যে থেকে ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।
পরে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা দেওয়া হয় এবং জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক মুহম্মদ ফেরদৌস হাসান টিটোর নির্দেশে ইলিশ মাছগুলো সীমান্তের পাড়ে অবস্থিত কয়েকটি এতিমখানায় কোরআন শরীফ অধ্যায়নরত এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম