জয়পুরহাট সংবাদদাতা।। করোনা প্রাদুর্ভাবে ঘরের মধ্যে আটকে পড়া ও নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে জয়পুরহাটে বিভিন্ন ধরণের সবজি বিতরণ করেছে জেলা আওয়ামীলীগের অর্থ বিষযক সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবীর এপ্লব।
রবিবার সকালে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে নিম্ন আয়ের দরিদ্র মানুষেদের মধ্যে বিভিন্ন ধরণের সবজি বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জেলা আওয়ামীলীগের অর্থ বিষযক সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবীর এপ্লব।
খাদ্য সামগ্রী বিতরণকালে আহসান কবীর এপ্লব বলেন, পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানোকে একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি।
সরকারের পাশাপাশি এই দুর্দিনে ব্যক্তি পর্যায়েও এগিয়ে় আসতে হবে। আমার ব্যক্তিগত তহবিল থেকে আজ এই মানুষদের যৎসামান্য সাহায্য করছি। সামনের দিনগুলোতেও এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।