রাকিবুল হাসান রাকিব।। জয়পুরহাটে জেলা পুলিশ এর পক্ষ থেকে জেলার সকল গ্রাম পুলিশকে ঈদের উপহার দেওয়া হয়েছে । সোমবার বিকেলে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ৩৬১ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এবং একই সময়ে সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফুল ইসলাম ২ হাজার পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজানৈতিক নেতৃবৃন্দ।
গ্রাম পুলিশদের ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও স্বাস্থ্য সুরক্ষা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।