জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে করোনা পরিস্থিতে কর্মহীন প্রায় ৪০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ ২হাজার টাকা করে বিতরণ হয়েছে। সোমবার দুপুরে শহরের বৈরাগীর মোড়ে আল ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর উদ্দোগে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মামনুর রশিদ মামুন, সংগঠনের সভাপতি আলামিন সবুজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন চৌধুরী শিলু, সহ সাধারণ সম্পাদক ফজলে বীন রয়েল ,সদস্য মাসুদ রানাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
লন্ডন প্রবাসী এ্যাডঃ তানজীর আল ওহাব এর আর্থিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়েছে । করোনার প্রথম ধাপেও গত বছর ঐই লন্ডন প্রবাসী কয়েক হাজার করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণের সময় আল-ওয়াহাব ফাউন্ডেশন ও প্রফেসর পাড়া হেল্পিং হ্যান্ড এর সভাপতি আল-আমিন সবুজ বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে আগের দিনের মতো খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে এই মুহূর্তে দাঁড়ানো দরকার বলে আমরা মনে করছি। আসুন আমরা সবাই এই কর্মহীন মানুষের পাশে দাড়ায়