রাকিবুল হাসান রাকিব।। জয়পুরহাটের কালাইয়ে টংওয়ে ফিস ফিড খামারী সমাবেশ অনুিষ্ঠত হয়েছে। বুধবার বেলা ১১ টায় মাত্রাই বাজারে স্বাস্থ্যবিধি মেনে খামারী সমাবেশ অনুিষ্ঠত হয়। মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর প্রোপাইটার বেলাল প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এরিয়া ম্যানাজার আসাদ রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট এগ্রিভেটিব রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ছাদেকুল প্রধান ,বেলাল হোসেন, মৎস্য চাষী আঃমতিন, আবু বক্কর, নাজমুল ফকির, ওয়াদুত আকন্দ উলিপুর, সাদেকুল ইসলাম, আলহাজ্ব ইয়াকুব আলী, আবুল হোসেন, আলহাজ্ব ফজলুল, জালাল হক, আনিসুর রহমান প্রমুখ।
কোম্পানির এরিয়া ম্যানাজার আসাদ রহমান বলেন বিশ্ব বিখ্যাত চায়নার নাম্বার ওয়ান ব্যান্ড টংওয়ে ফিস ফিড এখন আপনার হাতের নাগালে।এর গুণগত মান অনেক ভাল আপনারা এই ফিড ব্যবহার করবেন ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম