জয়পুরহাট সংবাদদাতা।।জয়পুরহাটের পাঁচবিবির ছোট যমুনা নদীতে ডুবে ক্ষিতিশ চন্দ্র সরকার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের সহায়তায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ক্ষিতিশ চন্দ্র সরকার পাঁচবিবি উপজেলার সমসাবাদ গ্রামের মৃত নরেন্দ্রনাথ চন্দ্র সরকারের ছেলে ।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ক্ষিতিশ চন্দ্র সরকার বাড়ি থেকে কয়েকটি গরু নিয়ে ছোট যমুনা নদীতে সাঁতরে নদীর পূর্ব পাড়ে যাচ্ছিলেন।
এ সময় তিনি স্রোতে তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী ।পরে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘন্টা পর ছোট যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম