জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে গভীর রাতে পিকআপের তল্লাসী চালিয়ে ৪৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক মাদক কারবারী আটক ও পিকআপ জব্দ করেছে র্যাব। বুধবার গভীর রাত ১টার পর পাঁচবিবির উপজেলার বাগজানা বাজারের দক্ষিণ পাশে থেকে তাকে আটক করা হয়। আটককৃত বগুড়ার গাবতলী উপজেলার সুকানপুকুর বন্দর এলাকার মৃত গনেজ রাজভরের ছেলে জিৎ রাজভর (৩৮)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা বাজারের দক্ষিণ পাশে একটি পিকআপে অভিযান চালিয়ে ৪৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও একজনকে আটক করে পিকআপটি জব্দ করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে জানায় ভারত থেকে অবৈধভাবে এসব ফেন্সিডিল সংগ্রহ করে জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করছিল। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম