জয়পুরহাট সংবাদদাতা।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাট গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় এর আয়োজনে রবিবার গরীব অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়।
দেশ ব্যাপী এক যোগে প্রধানমন্ত্রীর এ ত্রান উপহার বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এম.পি। এসময় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। এ উপলক্ষে জয়পুরহাটে পিডব্লিউডি’র কার্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী হাবিবুল্লাহ এহসান, সহকারী প্রকৌশলী মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী তসিকুল আলম, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর জয়পুরহাট সভাপতি আলমগীর আজাদ, সাধারন সম্পাদক আকতার হোসেন প্রমুখ।
জয়পুরহাট পিডাবিøউডি’র নির্বাহী প্রকৌশলী ১শ’ গরীব অহসায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, পিয়াজ ও আলুসহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম