জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ৯ টায় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আহ্সান হাবিব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সি আইপি আনোয়ারুল হক আনু।
সমিতির সদস্য মোহন সিরাজ রুশো’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাউদ্দিন হিরো, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাজান আলী মন্ডল, জয়পুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর হায়দার আলী পলাশ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়া, কাপর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু, সহ সভাপতি শফিকুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সজল, অর্থ সম্পাদক সাজু আহমেদ, সাধারণ সদস্য রিপন আহমেদ প্রমুখ
প্রধান অতিথি আনোয়ারুল হক আনু ব্যবসায়ী সমিতির সকল সদস্যদের চেম্বার অব কমার্স এর সদস্য হওয়ার আহবান জানান এবং কাপড় ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম