আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জয়পুরহাটে কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের হয়েছে।
আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকালে কালাই উপজেলার বিয়ালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত)আব্দুল মালেক। নিহত শহিদুল ইসলাম কালাই উপজেলার বিয়ালা গ্রামের জামেদ আলীর ছেলে। তিনি মাছ চাষ করতেন।ওসি তদন্ত, আব্দুল মালেক জানান, শহিদুল ইসলাম তার নিজ পুকুরে মাছ চাষ করেন।
সকালে পুকুরের বৈদ্যুতিক লাইনের বাতি সংযোগ বন্ধ করতে গিয়ে অসাবধানতা বশত সংযোগকৃত ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শহিদুল ইসলাম।
আমাদেরবাংলাদেশ/রিফাত
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম