আবু রায়হান,জয়পুরহাট।। জয়পুরহাটে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা যোগাযোগ করেছেন।
তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসিবে দায়িত্বরত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার এক প্রজ্ঞাপনে জয়পুরহাট পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।
১৯ মার্চ শুক্রবার বেলা ১১.০০ টায় জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে নবাগত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) কে ফুল দিয়ে বরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সিনিয়র এএসপি, এএসপি (প্রবি) সহ জেলার পাঁচটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাগণ।
এ সময়ে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন শৃঙ্খলা, মাদক চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের সকল অফিসারদের দিকনির্দেশনা দিয়ে জয়পুরহাটের আইনশৃঙ্খলার উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম