জয় বাংলার জয়: মফিজুল ইসলাম,পিপিএম
আগামী বাংলার রাষ্ট্রনায়ক
জনগণে কয়
সে আর কেউ নয়
শেখ মুজিবের দৌহিত্র
সজীব ওয়াজেদ জয়।
তিনি আধুনিক বাংলার রূপকার
করেন তিনি পরোপকার,
শিক্ষা দীক্ষায় জ্ঞানে ও গুনে
দেশ উন্নয়নে করেন তিনি
নতুন আবিস্কার।
ভালো বীজে, ভালো ফসল
গুনী জনেরা বলে
পিতা-মাতার আদবকায়দায়
সন্তানেরা চলে।
দেশ জন্ম এবং তাঁর জন্ম
একই সময়ে হয়
চিন্তা চেতনায় ৫০ পূর্তীতে
দেশকে করেছে প্রযুক্তিময়।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু