মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ ঝালকাঠিতে শিশু ও পরিবেশ সুরক্ষা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নবেম্বর) সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীজনরা অংশ নেয়। সভায় উপস্থিত বক্তিতায় বলেন, শিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কাজ করছে। পাশাপাশি সবার সুরক্ষার জন্যই প্রয়োজন সুন্দর পরিবেশ। তাই শিশু ও পরিবেশ সুরক্ষার নানা বিষয় নিয়ে পরামর্শ করে কাজ শুরু করা হবে।
অ্যাডভোকেসি কমিটির আহŸায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, যুগ্ম আহŸায়ক সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও নারীনেত্রী ইসরাত জাহান সোনালী ও অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, সংবাদিক মানিক রায়, শ্যামল সরকার, আওয়ামী লীগ নেতা খসরু নোমান, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, এস আর মানিক, হাবিবুর রহমান হাবিল, আবু সাঈদ খান ও কে এম জুয়েল।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম