মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ- “ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্খিত ক্ষুধামুক্ত পৃথিবী ” এই প্রতিপাদ্য এর আলোকে ঝালকাঠিতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ প্রযোজনে একটি রেলি বের করা হয়।
রেলিটি জেলা প্রশাসেন সামনে থেকে বের হয়ে শহরের মুলমুল সড়কগুলোতে প্রদক্ষিণ করে, একই স্থানে এসে মিলিত হয়। পরে জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। ঝালকাঠি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ফজলুর হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফরিদ উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মোঃ খায়রুল ইসলাম মল্লিক
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম