
শংকর দাস পবন, ঝালকাঠি: ভক্তিই বল- নামই সম্বল এই প্রতিপাদ্যকে ধারন করে ঝালকাঠিতে বিশ্বশান্তি ও মানব জাতির কল্যানে শ্রীশ্রী রাধা গোবিন্দের রাস পূণিমা উপলক্ষে বাৎসরিক ধর্মোৎসব শ্রীশ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের আরদ্দারপট্টি শ্রীশ্রী রাধা গোবিন্দ অঙ্গন হরিসভায় ৭দিন ব্যাপী অনুষ্ঠানে ৪০ প্রহর এই মহানাম সংকীর্তন চলবে।অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ভগবতীয় আলোচনা,কীর্তনের অধিবাস,পূজার্চনা,সন্ধ্যারতীও ভোগরাগ সহ প্রতিদিন দুপুরে ও রাতে প্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৬টি দল মহানাম সংকীর্তন পরিবেশন করছে।এই ধর্মীয় উৎসবে হাজার হাজার সনাতনীয় ভক্তরা উপস্থিত থেকে মধুর বণী শ্রবণ করছেন।আগামী শনিবার ৮ নভেম্বর মহাপ্রভুর ভোগরাগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে জানিয়েছেন মহোৎসব কমিটির সভাপতি শ্রী অশোক কুমার বণিক।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম