ঝালকাঠি জেলা প্রতিনিধি।। ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় রক্ষিত থাকা একটি বড় ট্রাক, একটি মাঝারী পিকআপ, একটি ছোট পিকাপ গাড়ি এবং তিনটি গরু প্রকাশ্যে নিলাম করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকেলে আগ্রহী একাধীক ক্রেতারা আদালত প্রাঙ্গনের নিলামস্থলে উপস্থিত থেকে নিলাম ডাকে অংশগ্রহণ করেন। প্রকাশ্য নিলামে বিক্রয় করা গরুসহ সবগুলো গাড়িই মো. মনির হোসেন নামে একজন সর্বোচ্চ দরদাতা একাই ক্রয় করেছেন।
নিলাম কমিটির সভাপতি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিক ভাবে নিলাম পরিচালনা করেন। এসময় আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মো. বনি আমিন বাকলাই উপস্থিত ছিলেন।
সংশ্রিষ্ট কর্তৃপক্ষ জনান একটি বড় ট্রাক ৩ লক্ষ টাকা, একটি মাঝারী ট্রাক ১লক্ষ ৫৩ হাজার টাকা, একটি ছোট পিকাপ গাড়ি ৩২ হাজার টাকা এবং বাছুরসহ তিনটি গরু ১ লক্ষ ৭ হাজার টাকায় মো. মনির হোসেন পিতা মোবারক আলী হাওলাদার, পুর্ব চাঁদকাঠিকে সর্বোচ্চ দরদাতা হিসেবে দেয়া হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম