মোঃ আল-আমিন, ঝালকাঠিঃ আসন্ন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে পঞ্চম শ্রেনীর প্রাইমারি স্কুল সার্টিফিকেট সমমান ইবতেদায়ী ও ৮ম শ্রেনীর জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান জুনিয়র দাখিল পরীক্ষাকে সামনে রেখে ঝালকাঠি কুতুবনগর মাদ্রাসার সমাপনি পরীক্ষার্থীদের সৌজন্যে তাদের সফলতা কামনা সহ দেশ ও জাতির সফলতা-অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নজরুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব সহ-সভাপতি এডভোকেট আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সভাপতি রিপন মল্লিক, আবুল কালাম তালুকদার প্রমুখ। দোয়া অনুষ্ঠানে ছাত্রদের উদ্ধেস্য করে প্রধান অতিথি বলে শিক্ষাই জাতীর মেরুদন্ড, এই মাদ্রাসার গত কয়েক বছর দরে ভালো ফলাফল করে আসছে আর এরই প্রক্ষ্যেতি তোমরা ভালো একটা কিছু করো সেই কামনা করি।