ঝিনাইদহ প্রতিনিধি।। দেশের যে নয়টি DVM ডিগ্রী প্রদানকারী বিশ্ববিদ্যালয় আছে তাদের মধ্যে সুসজ্জিত, মাধুর্য ও রূপলাবণ্যময় প্রতিষ্ঠানের নাম ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে।
আবেদন সময়সীমা : ২০ নভেম্বর (দুপুর ১২ টা) থেকে ১৫ ডিসেম্বর (রাত ১২টা) পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড : ২০/১২/১৯ তারিখ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত
পরীক্ষার সময়সূচী : ২৬ ডিসেম্বর সকাল ১০ টা ক্যাম্পাসে
ফলাফল ঘোষণা : ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার পর
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে।
ভর্তি পরীক্ষার সর্বমোট নম্বর = ১০০ (লিখিত পরীক্ষা =৮০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ থেকে = ২০) ।
লিখিত পরীক্ষার ৮০ নম্বর (জীববিজ্ঞান=৩০, পদার্থবিজ্ঞান =১৫, রসায়ন =১৫, গণিত =১০ ও ইংরেজি =১০)
এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ কে ২.৫ দ্বারা গুণ করা হবে এবং এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ কে ১.৫ দ্বারা গুণ করা হবে।
বিস্তারিত website এ (pdf link) : www.jgvc.ac.bd
উল্লেখ্য, ঝিনাইদহ শহর থেকে ৭-৮ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা সড়কের পাশে ১০.১৫ একর (১০৬ একর প্রস্তাবিত) জমির উপর প্রতিষ্ঠিত দেশের সবচেয়ে সুসংহত এই প্রতিষ্ঠানটি।