আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ ( বুধবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টানা সব ক’টি সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম টাইগার্স। আজকে জয়ের ধারা বাজায় রেখে শেষ টি টোয়েন্টি ম্যাচসহ সিরিজের সব ফরমেটে জিততে চায় লাল সবুজের দল।
এদিকে, পুরো সফরেই ব্যর্থ জিম্বাবুয়ে। তাই টি টোয়েন্টি সিরিজে সমতা আনার পাশাপাশি মান বাঁচানোর জয় পেতে মরিয়া সফরকারিরা। শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দলটি।
এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। ওপেনার তামিম ইকবালের বদলে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। আর পেসার শফিউল ইসলামের পরিবর্তে জায়গা পেয়েছেন আল-আমিন।