আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চলতি যুব বিশ্বকাপের সেমিফাইনালে দ্বিতীয়বারের মতো উঠেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফর্ম করে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে সেমিফাইনালিষ্ট আকবর আলীর দল। আর তাই যুব দলের দারুণ এই সফলতার জন্য শুক্রবার ভিডিও কলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবদলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের নির্বাচক হাসিবুল হোসেন।
জানা যায়, ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পুরো দেখতে না পারলেও ম্যাচের কিছু অংশ দেখেছেন টিভিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ের পর আকবরের দলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী। এ বিষয়ে হাসিবুল হোসেন বলেছেন, ‘আমাদের ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। ওনার ফোন পেয়ে ছেলেরা আপ্লুত। কেউ কেউ তো বিশ্বাস করতে পারছিল না প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। প্রধানমন্ত্রী ছেলেদের অভিনন্দন জানিয়েছেন। নির্ভয়ে নিউজিল্যান্ডের সঙ্গে সেমিফাইনাল খেলতে বলেছেন।
প্রত্যেকের সঙ্গে আলাদা করে পরিচিত হয়েছেন। সাহস ও প্রেরণা জুগিয়েছেন।এদিকে অধিনায়ক আকবর আলী বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই আমরা আমাদের সেরা প্রস্তুতি নিতে পেরেছি। ৬ তারিখ বড় ম্যাচ, কিন্তু আমরা চাপ নিচ্ছি না। প্রধানমন্ত্রী আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা আমাদের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করবো।