আমাদেরবাংলাদেশ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে মির্জাপুরের দেওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিক্সার যাত্রী জাহাঙ্গীর হোসেন (৩৫) ও তার স্ত্রী তাসলিমা আক্তার ( ২৮)। তাদের বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে।
নিহত অপরজন অটোরিক্সা চালক মির্জাপুরের বাইমহাটি গ্রামের শরিফুল ইমলাম (৩০) ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) মোশারফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। অপরদিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে দেওহাটা যাবার পথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার দুই যাত্রী ও চালক মারা যায়। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে টাঙ্গাইলের ঘাটাইল ও দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। রোববার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এই নিয়ে জেলায় মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম