নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়ায় টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ এবং দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমির শেরআলি মার্কেট ক্যান্টনমেন্ট শাখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। বুধ ও বৃহস্পতিবার (১২-১৩ ফেব্রুয়ারি) শেরআলি মার্কেটে টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্কুলটি'র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদ রানা'র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা অনুরাগী ও টাঙ্গাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ ও দি টাঙ্গাইল ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল লতিফ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল লতিফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মনোযোগী হতে‘সুস্থ দেহ সুস্থ মন’অর্থাৎ শরীর চর্চার মধ্য দিয়ে মনকে সুন্দর ও সবল রাখতে হবে। এছাড়াও খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন।
চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদ রানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,একটি দেশ,একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়,শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। আমাদের দেশে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে,তার মধ্যে কিন্তু শিক্ষা একটি। শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন,অপরিহার্য,ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই।
আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও শিক্ষাকে গুরুত্ব দিয়ে বলেছেন,শিক্ষা ও জ্ঞান অর্জন করতে সুদূর চীন দেশে হলেও যাও। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার, সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে। সুতরাং আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব কিন্তু ব্যাপক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শামীমা ইয়াসমীন রীতা,মিসেস চেয়ারম্যান রীনা বেগম,ইউনিক শাখার প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম,বসুন্ধরা শাখার প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, শেরআলী মার্কেট শাখার সহঃ প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মো: আলমগীর হোসেন বিশিষ্ট সমাজ সেবক একাউনন্টেট মোঃ সুলতান মাহমুদসহ স্কুলের সকল শিক্ষকসহ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম