প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০১৯, ৩:৪৬ অপরাহ্ণ
টাঙ্গুয়ার হাওর সুষ্টু ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময় সভা

তাহিরপুর প্রতিনিধি।।
বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট টাঙ্গুয়ার হাওর সুষ্টু ব্যবস্থাপনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টার সময় ওয়াচ টাওয়ার সংলগ্ন মাঠে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে এবং টাঙ্গুয়া হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সহযোগীতায় টাঙ্গুয়া হাওরের পরিবেশ,জীববৈচিত্র্য ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
টাঙ্গুয়া হাওরপাড়ের শ্রেনী-পেশার অধিবাসীদের উপস্থিতিতে হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনে এ সময় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইমরান হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি, সহকারী কমিশনার ভূমি মুনতাসির হাসান,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম,সুনামগঞ্জ হিলিপ প্রকল্পের ব্যবস্থাপনা সমন্বয়কারী দ্রুত কান্ত কুন্ডু, টাঙ্গুয়া হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনির হোসেন,সাধারন সম্পাদক আহাম্মদ কবীর,সাবেক কোষাধক্ষ খসরু মিয়া প্রমূখ
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম