নিজস্ব প্রতিবেদক।। দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারালো বাংলাদেশ। টেস্ট, ওয়ানডের পরে এবার টি-টোয়েন্টিতেও সফরকারীদের হোয়াইটওয়াশ করলো লাল সবুজের দল। প্রথমেই টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে সফরকারীরা।
আল আমিনের বলে ম্যাচের ৩ ওভারে আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনাশি কামুনহুকামুয়ে। এরপর বেশ ভাল জুটি বাঁধেন ব্রেন্ডন টেইলর এবং ক্রেইগ আরভিন। কিন্তু আফিফ হোসেনের বলে ২৯ রান করে আউট হয়ে যান ক্রেইগ আরভিন। এরপর মাত্র ৩ রান যোগ করেই মেহেদি হাসানের বলে মুশফিকের হাতে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান শন উইলিয়ামস। উইলিয়ামস আউট হওয়ার পরে দলের হাল ধরেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান সিকান্দার রাজা।
কিন্তু সাইফউদ্দিনের বলে তিনিও পরাস্ত হন। দলীয় ৯৬ এবং নিজের ব্যক্তিগত ১২ রান করে প্যাভেলিয়নে ফিরে যান তিনি। এদিকে আবার হানা দেন আল আমিন হোসেন। রিচমন্ড মুতুম্বামিকে মাত্র ১ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর মোস্তাফিজুর রহমান টিনোটেন্ডা মুতোমবোদজিকে ৩ রানে এবং ওয়েসলি মাধেভেরকে শূণ্য রানে আউট করে প্যাভেলিয়নে ফেরান। ২০ ওভার খেলে ১১৯ রানের পুঁজি করে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ২ টি করে উইকেট নেন আল আমিন হোসেন এবং মোস্তাফিজুর রহমান। ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ ভালইভাবেই শুরু করে লিটন দাস এবং মো.নাঈম। তবে মো. নাঈম ৩৩ রান করে এমপফুর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এদিকে লিটন দাস তার ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি তুলে নেন। এরপর সৌম্য এসে লিটনের সাথে জুটি বেধে দলকে নিয়ে যান জয়ের দ্বারে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন এবং হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: তিনাশি কামুনহুকামুয়ে, ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভের, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুতোমবোদজি, চার্লটন শুমা, শার্লটন এমপফুএবং কার্ল মুম্বা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম