আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ তুললো দেশটির টিকটক অভিনেত্রী হারিম শাহ।
হারিমের অভিযোগ, রেলমন্ত্রী শেখ রশিদ এক সময় তাকে নগ্ন হয়ে ভিডিও পাঠাতেন। এমনকি অশ্লীল আচরণও করতেন ক্যামেরার সামনে।
এই ঘটনার পর থেকেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় রেলমন্ত্রীকে নিয়ে চলছে তীব্র সমালোচনার ঝড়।
কয়েকদিন আগে ইন্টারনেটে রেলমন্ত্রী শেখ রশিদের একটি ভিডিও চ্যাট ফাঁস হয়ে যায়। যেখানে দেখা যায়, পাকিস্তানের ওই টিকটক তারকা হারিম শাহের সঙ্গে কথা বলছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, হারিম শাহ বলছেন, ‘আমি কি আপনার কোনো গোপন রহস্য ফাঁস করেছি? তা হলে আমার সঙ্গে কথা বলছেন না কেন?’ হারিমকে আরও বলতে শোনা যাচ্ছে, ‘আপনি নগ্ন হতেন, ভিডিও তে উল্টোপাল্টা ব্যবহার করতেন।’
টিকটক তারকা এরপর বলেন, ‘আপনি যে আমায় অশ্লীল ভিডিও পাঠাতেন সেগুলোর কথা কি ভুলে গেছেন?’ সে প্রশ্নের জবাব না দিয়েই কলটি কেটে দেন মন্ত্রী।
এদিকে ওই ভিডিও সম্পূর্ণ সত্যি এবং তারই এক বন্ধু সেটি অনলাইনে লিক করেছেন বলে দাবি করে হারিমের অভিযোগ, ফুটেজ লিক হওয়ার পরই তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন।
রশিদ আহমেদকে তার পরিবারের একজন বলেই মনে করতেন বলে জানিয়েছেন হারিম। সেজন্য তিনি কানাডা চলে যেতে যান এবং পাকিস্তানে আর ফেরার তার কোনও পরিকল্পনা নেই বলে জানালেন হারিম।
নিজেকে ইমরানের অনুরাগী বলে দাবি করে হারিম বলেছেন, তার পরিবারের সদস্যরা ইমরানের দলের সদস্য।
এর আগেও হারিমের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, যেখানে পাকিস্তানের ফরেন অফিসের একটি চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল তাকে। জিন্নার ছবির ঠিক নীচে ওই চেয়ারে সাধারণ কোনও বৈঠকের নেতার বসেন। তা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম