নিজস্ব প্রতিবেদক।। পারশা আনজুম আভা পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। আভা দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং সহযোগী সম্পাদক আঞ্জুমানারার কন্যা। যশোর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করেছে। আভা পড়াশুনার পাশাপাশি নৃত্য,আবৃত্তি,গান এবং চিত্রাংকনে বিশেষ পারদর্শী। আগামীতে সে বিজ্ঞানী হতে ইচ্ছুক।
আভা তার এ সাফল্যে তার বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রুমানা খাতুন,বিজ্ঞান শিক্ষক আব্দুর রহমান,গণিতের শিক্ষক মুজাহিদুল ইসলাম সাদ এবং বাংলা শিক্ষক ইদ্রিস আলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়,শিক্ষকদের বিশেষ দেখভাল এবং পরামর্শে এ ফলাফল অর্জন করা তার জন্য সহজ হয়েছে। সে তার গৃহ শিক্ষক তাসনিমুল হাসান এবং‘বড় আপা’দিলারা আক্তার নীলার প্রতিও কৃজ্ঞতা প্রকাশ করেছে। আগামী দিনের জন্য আভা সকলের দোয়া প্রার্থনা করেছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/জাহাঙ্গীর আলম রাজু