হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।"ট্রাফিক আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি" এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে ট্রাফিক সচেতন তামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা ট্রাফিক পুলিশ শাখার উদ্যোগে এদিন পৌর শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন জেলা ট্রাফিক শাখার ইনচার্জ হারুণ আল মাসুদ সরকার, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ সেখ, এস আই মিজানুর রহমানসহ থানা পুলিশ সদস্য। পুলিশ কর্মকর্তারা কর্মসূচিতে তাদের বক্তব্যে হ্যান্ডমাইকের সাহায্যে জনসাধারণ ও যানবাহন চালকদের গাড়ির কাগজপত্র ঠিক রাখা ও হেলমেট ব্যবহার করাসহ ট্রাফিক বিধিসমূহ মেনে চলার আহবান জানান।
তারা ট্রাফিকবিধি সম্বলিত লিফলেটও বিতরণ করেন।
এ সময় তারা কাগজপত্র ও হেলমেট থাকা মোটর সাইকেল আরোহীদের মাঝে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম