আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উঠলেও তা সমর্থন করেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের অধিকাংশ সদস্য।
বুধবার এ অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন টেক্সাসের ডেমোক্রেট আইনপ্রনেতা আল গ্রিন।
কংগ্রেসের চার নারী ডেমোক্র্যাট সদস্যকে উদ্দেশ্য করে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যে নিন্দা প্রস্তাব কংগ্রেসে গৃহীত হওয়ার পরপরই এই প্রস্তাব উত্থাপন করেন ওই ডেমোক্র্যাট সদস্য। তবে প্রস্তাবটি ৩৩২-৯৫ ভোটে বর্জন করা হয়।
এদিকে, ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেয়া ৯৫ জনই ডেমোক্রেট সদস্য। এর আগে আরেকবার ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে অভিশংসন প্রসঙ্গ উত্থাপিত হয় কংগ্রেসে। সেসময়ও প্রস্তাবে সমর্থন করেনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।