ওবাইদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৪ মার্চ রাত ৩ টার দিকে জেলা পুলিশ লাইন কনফারেন্স কক্ষে এই ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার কামাল হোসেন।
এর আগে গেল এপ্রিল মাস থেকে শুরু হওয়ার নিয়োগ প্রক্রিয়ায় সাতটি ধাপ পেরিয়ে প্রায় ছয় হাজার চাকুরী প্রত্যাশীর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১৯৯ জনকে মনোনীত করা হয়। পরে এর মধ্য থেকে সকল প্রক্রিয়া শেষে ৯ জন নারী ও ৫০ জন পুরুষ চূড়ান্ত করা হয় ।
পুলিশ সুপার জানান, চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ৫৯ জনের মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন এর পর নিয়োগ প্রদান করা হবে। তিনি জানান, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মাত্র ১২০ টাকায় খরচে চাকরি পেয়েছেন তারা এখানে অতিরিক্ত একটি পয়সাও খরচ করতে হয়নি তাদের। উৎকর্ষ ছাড়া চাকুরী পেয়ে খুশি চূড়ান্ত পর্বে উত্তীর্ণকারীরা।ভক্সপপ : চূড়ান্ত পর্বে উত্তীর্ণ নারী-পুরুষ ও তাদের স্বজনরা।সট : কামাল হোসেন, পুলিশ সুপার, গাইবান্ধা।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম