ঈদ শেষে রাজধানীতে ফেরতের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়।
সূত্র জানায়, এদিনে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি হবে। যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ট্রেনের ফিরতি টিকিট। প্রথম দিন সকালে টিকিটের জন্য দীর্ঘ লাইনের খবর আসেনি দেশের কোথাও থেকে।
১ মে থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, যে স্টেশন থেকে যাত্রা, সেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটা যাচ্ছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম