আমাদেরবাংলাদেশ ডেস্ক।।কুমিল্লার চৌদ্দগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুরে পৃথক ট্রেনের ধাক্কায় মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম গুনবতী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়। নিহতরা হলেন মা সুমি বেগম ও তার শিশু ছেলে মাশরাক হোসেন। তাদের বাড়ি গুনবতী ইউনিয়নের বুধরা গ্রামে।রেলওয়ে পুলিশ জানায়, শিশুকে নিয়ে গুনবতী থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন সুমি বেগম। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুরে ট্রেনের ধাক্কায় মনজুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভোর ৬টার দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম