প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২০, ১০:৫৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলায় নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১৪৪

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও জেলায় ৭ জুন রবিবার নতুন করে ৯ জন করোনায় শনাত্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪ জন।
রোববার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী রাতে এ তথ্য জানান
জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ৪ জন ,পীরগঞ্জে ২ জন , রণীশংকৈলে ২ জন এবং বালিয়াডাঙ্গীতে ১ জন।
প্রসঙ্গত: জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে ২ হাজার ৪৪ জনের। এদের মধ্যে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন এবং মারা গেছেন। ২ জন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম