আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জানি ! বোধহয় বুঝেছি !
কিভাবে পাখির নীল ডানা পায় আগুন ?
নিঃসীম বাধাহীন দাউ দাউ পোড়ে
অতৃপ্ত ফাগুন ঐ দিগন্তের শেষ সীমানায়
জ্বালায় আমায়, আমাকে…! ও…ও… আমায় !
দেখেছি আমার সর্বনাশ লিপিবদ্ধ
তোমার চোখে কোটি তারার স্বরলিপিতে ?
দুর্লভ ঐ ফিরোজা বৈদূর্যমণিতে…..! আমি সম্বিত হারিয়েছি..
আমায় হারিয়েছি কত সহস্রবার তোমাতে…
ঐ দুর্নিবার গভীর নীলে কেন জানা নাই ?
অজানা সপ্তর্ষিমন্ডলীতে কোথাও ফুরিয়েছি কি মায়ায় ?
হ্যাঁ ! বলতে পার মন্ত্রমুগ্ধ আমি ….
আমি পা পিছলেছি
হু..! বোধহয় ?
না নিশ্চয় ! নিশ্চয় ! নিশ্চয় !
ধূলি ধূসর ক্ষীণ আমি পুড়ছি মরণ জ্বালায়
দেখি সন্ধ্যা তারায় আগুন ! ডানায় তোমার নেশা !
কি ভীষণ আগুন .. তুমি জ্বালাও ! জ্বালাতে পার…. জ্বালিয়েছ !
জানি তোমার আগুন ! তুমি নিখুঁত জ্বালাও….!.
অসহ্য সুন্দর আগুন ! নিভাও !
নিভিয়ে যাও….! মৃত্যু আমার….
পারবনা….. পারবনা !
জ্ঞানশূন্য কিংকর্তব্যবিমূঢ় আমি…
আছে নক্ষত্র গোনার হিসাব
চন্দ্রে রত্ন খোঁজার তাড়া !
নিথর !
নির্বোধ !
নিশ্চল !
পুড়ছি আমি…
আমাদেরবাংলাদেশ.কম/রাজু