সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঢাকাই চলচিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে দেখতে উৎসুক জনতার ভীড়।
রোববার দুপুরে ঢাকা থেকে আর আর এভিয়েশনের একটি হেলিকপ্টারে করে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আসেন ডিপজল। এসময় ডিপজলকে একনজর দেখার জন্য তাহিরপুর ও পাশ্ববর্তী উপজেলা বিশ্বম্ভরপুরে শতাধিক গ্রামের হাজার হাজার নারী, পুরুষ, শিশু, যুবক, যুবতী, আবাল বৃদ্ধ বনিতার ঢল নামে মাঠে।
ডিপজলকে দেখতে আসা বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে ডিপজল বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ডিপজলকে দেখতে আসা উৎসুক জনতার উদ্দেশ্যে বক্তব্য শেষে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের বাড়িতে যান। জানাযায়, উপজেলার ৪নং বড়দল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের আমন্ত্রনে তার বাড়ী উপজেলার বারহাল গ্রামে আসেন। আগামীকাল তিনি তাহিরপুর উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।