নিজস্ব সংবাদদাতা ।। যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইক, চাকু,ভিকটিমের মোবাইল উদ্ধারসহ ইজিবাইক ছিনতাইরী চক্রের ২ সদস্যকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি ) বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন,যশোর জেলার ডিবি পুলিশের (ওসি) রুপন কুমার সরকার, পিপিএম। এসময় তিনি বলেন,আজ ভোর ৫টার সময় চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইক,চাকু, ভিকটিমের মোবাইল উদ্ধারসহ ইজিবাইক ছিনতাইরী চক্রের ২ সদস্য-কে আটক করে।
আটককৃতরা হলেন,(১) মোঃ রমজান খন্দকার (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন খন্দকার,স্থায়ী সাং- চন্দ্রদিঘলিয়া চরপাড়া,থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ,বর্তমান ঠিকানা-ষষ্টিতলা,থানা-কোতয়ালী, জেলা-যশোর।(২) মোঃ সোহাগ (২২),পিতা-মোঃ রফিক গাজী,সাং-ষষ্টিতলা কাজী বজলুর রহমানের বাসার ভাড়াটিয়া,থানা-কোতয়ালী,জেলা-যশোর।
যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম,পিপিএম এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,গতকাল সন্ধ্যা ৭টার সময় মনিরামপুর থানার খেদাপাড়া দক্ষিনপাড়া খড়িঞ্চি তিন রাস্তার মোড়ে যশোর কোতয়ালী থানার নুরপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে ইজিবাইক চালক ইয়াছিন-কে অজ্ঞাত ২ যুবক ছুকিকাঘাত করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ইয়াসিন-কে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
উক্ত বিষয়ে সংবাদ পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তপস্বীডাঙ্গা অভিযান চালিয়ে ছিনতাইকারী ২ জনকে ছিনতাইকৃত ইজিবাইক,চাকু,ভিকটিমের মোবাইল ফোনসহ হাতে নাতে তাদের কে আটক করা হয়েছে।এছাড়া এই ঘটনায় ইজিবাইকের মালিক মাসুদ রানা, পিতা-মোঃ জাহাঙ্গীর আলম,সাং-ওসমানপুর,থানা-কোতয়ালী,জেলা-যশোর বাদী হয়ে মনিরামপুর থানায় একটি মামলা করেছে ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড।
এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। এবং যশোর জেলা ডিবি’র এলআইসি টিমের অভিযানে নেমে ১২ ঘন্টার মধ্যে ২ ছিনতাইকারী ছিনতাইকৃত ইজিবাইক,চাকু,ভিকটিমের মোবাইল ফোনসহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার,পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি,ডাকাতি,অপহরণ,হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
এবিডি. কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম