
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় অসুস্থ মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪ জানুয়ারি)দুপুরে উপজেলা পরিষদ মাঠে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নীলফামারীর সহযোগিতায় ডিমলা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার অসুস্থ মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী ২০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি,নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দীকা প্রমুখ।
সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের ইন্তেকাল।
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুর পৌর সভার বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আমজাদ হোসেন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার(১৪ জানুয়ারি)সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।আগামী ১৬ই জানুয়ারি ছিল সৈয়দপুর পৌরসভার ভোট। মেয়র পদে ৫জন প্রতিদ্বন্দী প্রার্থীর মধ্যে তিনিও একজন (নারিকেল গাছ) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে সৈয়দপুর পৌরসভার নির্বাচন স্থগিত হলো।
আমজাদ হোসেন সরকার তার রাজনৈতিক জীবনের একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান, চারবার সৈয়দপুর পৌরসভার মেয়র এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার জন্ম ১৯৫৮ সালের ২রা ফেব্রুয়ারী ও মৃত্যু হলো ২০২১ সালের ১৪ই জানুয়ারি।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম