আমাদেরবাংলাদেশ ডেস্ক : ডিম তার খুবই পছন্দের। প্রতিদিন তার ডিম খাওয়া চাই-ই। কিন্তু বিয়ের পর অভাবের কারণে স্বামী তাকে প্রতিদিন ডিম খাওয়াতে পারেন না। আর এতেই বিরক্ত হয়ে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক নারী। বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায়।পুলিশ জানায়, স্বামীর সঙ্গে কামপিয়েরগঞ্জে থাকতেন ওই নারী। চার মাস আগে প্রথম ওই দম্পতির ডিম খাওয়া নিয়ে ঝগড়া হয়। তখন ওই নারী বাড়ি থেকে পালিয়ে যান। পরে ফিরে এসে সবাইকে জানান, ডিম তার খুব প্রিয় হলেও স্বামী প্রতিদিন তা খেতে দিতে পারেন না। এ কারণে রাগ করে তিনি চলে গিয়েছিলেন।
দুই দিন আগে ওই দম্পতির আবারও ঝগড়া হয় ডিম খাওয়া নিয়ে। এরপর ওই নারী আবার পালিয়ে যান। এরপর তার স্বামী ওই নারীর প্রেমিক সন্দেহে গ্রামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে জানতে পারেন সেই ব্যক্তিও বাড়ি থেকে পালিয়ে গেছেন। এতে গ্রামের সবাই নিশ্চিত হন ডিমপ্রেমী ওই নারী প্রেমিকের সঙ্গেই পালিয়েছেন। ওই নারীর দিনমজুর স্বামী জানান, প্রতিদিন ডিম কেনার মতো সামর্থ্য তার নেই। তিনি আরও জানান, গ্রামের ওই ব্যক্তি জানতো তার স্ত্রীর ডিমের প্রতি দুর্বলতার কথা। এ সুযোগে সে প্রতিদিন তার স্ত্রীর জন্য ডিম নিয়ে আসতেন। এতেই তার স্ত্রী ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছেন। সূত্র : ইন্ডিয়া টাইমস