আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এবার ডিসপ্লের মাঝেই লুকানো ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এস ২১। এই মুঠোফোনে দৃশ্যমান ক্যামেরা থাকছে না, ক্যামেরা থাকবে ডিসপ্লের ভেতরেই। যদিও ফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রযুক্তির খবর আগাম প্রকাশকারী ‘আইচ ইউনিভার্স’ নিজের টুইটারে স্যামসাংয়ে আপকামিং স্মার্টফোন এস ২১ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।
ওই টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, এই প্রথম স্যামসাং আন্ডার ডিসপ্লের ফোন আনতে চলেছে। আর সেটি হবে এস২১। এ দিকে, মুঠোফোনটি আসতে না আসতেই এটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে প্রযুক্তিবিদরা বলছেন, আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন ভালো হবে না।
অন্যদিকে ‘স্যাম মোবাইল’ তাদের প্রতিবেদনে দাবি করছে, স্যামসাংয়ের আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন এস২১ ভালো ছবি তুলতে সক্ষম হবে না। কেননা, ক্যামেরা ডিসপ্লের নিচে থাকায় আলো কম পাবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম