আমাদের বাংলাদেশ ডেস্ক: বন্যায় এ পর্যন্ত ২০টি জেলা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় থেকে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়ার কথা জানান তিনি।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এসব জানান প্রতিমন্ত্রী।
বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা জানিয়ে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ৭০০ মেট্রিক টন চাল, প্রতি জেলায় চার হাজার প্যাকেট শুকনা খাবার পাঠানো হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী জানান, বজ্রপাতে মৃত্যু নিরোধের জন্য বজ্রপাত নিরোধক টাওয়ার বসানোর ডিসিদের প্রস্তাব বিবেচনা করবে সরকার।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম