আওরঙ্গজেব কামাল।। খুলনা-৫ আসনে ডুমুরিয়ার আঠারোমাইল বাজারে নৌকা মার্কার পথ সভায় জনতার যেন ঢল নেমেছে। মিছিল আর স্লোগানে মুখরিত আঠারোমাইল বাজারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাবেক দুবারের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের নির্বাচনী পথসভাস্থল।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার বিকালে মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আঠারো মাইল বাজারে অনুষ্ঠিত নৌকা মার্কার পথ সভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতা কর্মীরা। এসময় খুলনা-৫ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘ডুমুরিয়ায় শান্তি বজায় রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে।
শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তবেই শান্তি বজায় থাকবে। যারা অস্ত্রের রাজনীতি সৃষ্টি করেছিলো সেই সন্ত্রাসী ও পেটুয়া বাহিনী এখন আর নেই। তিনি বলেন, আমি একজন শিক্ষক থেকে রাজনীতি করে এই পর্যন্ত এসেছি। একটা আদর্শ নিয়ে সমাজকে উন্নয়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। অনেকে ভোটের মাঠে নানা ধরণের চমক দিচ্ছে। অস্ত্রের ভয়ভীতিও দিচ্ছে। আমরা অস্ত্র চিনিনা, অস্ত্র বুঝিও না। আমাদের অস্ত্র কলম।
আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। এই চিন্তাচেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেই কাজ করে যাচ্ছি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞে সামিল হয়েছি। আপনারা আমাদের শক্তি, আপনারই শেখ হাসিনা সরকারের প্রাণ। শেখ আবু হাসানের সভাপতিত্বে এবং মাস্টার নিছার আলীর পরিচালনায় সভায় বক্তব্যদেন জেলা আ’লীগের সহসভাপতি রবীন্দ্র নাথ মন্ডল।
জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জামাল খান, খান জাহানআলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আ’লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, আবু সাইদ সরদার, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন, মোল্যা সোহেল, প্রভাষক গোবিন্দ ঘোষ, সুরঞ্জন ঘোষ, আরশাফ শেখ, ওয়াদুদ শেখ, তাসলিম হুসাইন তাজ প্রমুখ।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম