আমাদেরবাংরাদেশ ডেস্কঃ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশকে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ( ০৩ আগস্ট) দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, দেশে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করতেই ডেঙ্গু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এদিকে, অপরিস্কার বাসা-বাড়িতে সিটি করপোরেশনের অর্থদণ্ড অভিযান অব্যাহত রাখার আহ্ববান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।