ওবাইদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি।। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী একুশ শতকে ডেল্টা প্লান দিয়েছেন,এই পরিকল্পনার মধ্যে নদী খনন, নাব্যতা বৃদ্ধি,রিজারভার তৈরি করা,বাঁধ ব্যবস্থাপনা, উপকুল ব্যবস্থাপনা,নদী ভাঙ্গন,খরাসহ সবকিছু এর মধ্যে রয়েছে।
আগামী ২০৩১ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৩৭ বিলিয়ন ডলার অর্থের বরাদ্দ দেওয়া হয়েছে। মূলত ডেল্টা প্লান বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি দূর্যোগ সহনীয় রাষ্টে পরিনত হবে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাতে গাইবান্ধা সার্কিট হাউস সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা এসডিআরএস এর আয়োজনে,”দূর্যোগ মোকাবেলায় তৃণমূল পর্যায়ের জনসাধারণের ভূমিকা এবং আমাদের করণীয় শীর্ষক ” সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বেসরকারি সংস্থা এসডিআরএস গাইবান্ধার মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।বিশেষ করে করে নারীর ক্ষমতায়ন,দারিদ্র বিমোচনসহ সকল ক্ষেত্রে ভাল অবদান রাখছেন।মন্ত্রী এ সময় এসডিআরএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
জেলা প্রশাসক আব্দুল মতিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর ও এসডিআরএস এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা।
সেমিনারটি পরিচালনা করেন সমাজ উন্নয়ন পল্লী সংস্থা (এসডিআরএস)সহকারি পরিচালক ইত্তেকা রসুল।
সেমিনারে সংস্থাটির পল্লী প্লাজা,কারুপল্লী,পল্লী ফুডস এন্ড সুইটসসহ,বিভিন্ন অঙ্গ সংগঠনের উন্নয়ন নিয়ে চার মিনিটের একটি ভিডিও প্রদর্শন করে দেখানো হয়।
এর আগে দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস মাঠে অসহায়,দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শুকনো খাবার ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন মন্ত্রী।
এসময় প্রতিবন্ধীসহ সদর উপজেলার শতাধিক অসহায় ও গরীব পরিবারের প্রত্যককে একটি করে কম্বল,চাল ডাল, তেল ও লবনসহ ১৬ কেজি ওজনের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম