নিজস্ব সংবাদদাতা।। ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন।
গতকাল বুধবার (২৮ মে ) দুপুরে ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ,প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম।
এসময় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম বলেন ২০২৪ সালের ২০ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর সুদক্ষ নেতৃত্বে আশুলিয়ার আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,অপরাধীদের গ্রেফতার,মামলা গ্রহণ,বিচারে সহায়তা সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল,গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন।
এছাড়া আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন এর নেতৃত্বে আশুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন,যা অপরাধ দমন এবং সাধারণ মানুষের আস্থা ফেরাতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন সম্প্রতি এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে তাঁর দ্রুত পদক্ষেপ সবার নজর কেড়েছে। এক মাদকাসক্ত যুবক নিজের মাকে কুপিয়ে হত্যার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন ওসি সোহরাব এবং খুব অল্প সময়ের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত কে গ্রেফতার করতে সক্ষম হন। এই কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে ফিরিয়ে এনেছে পুলিশের প্রতি এক নির্ভরশীল আস্তা।
তিনি আরও বলেন,ওসি সোহরাব আল হোসাইন থানায় ৫ আগস্টের পরে থানায় একাধিক দালাল চক্র কাজ করতো তিনি সেই দালালচক্র-কে নির্মূলেও নিয়েছেন কড়া পদক্ষেপ। থানার কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে তাঁর’জিরো টলারেন্স’নীতি জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁর নেতৃত্বে আশুলিয়া থানায় এখন কোনো অবৈধ সুবিধা কিংবা দালালি কর্মকাণ্ড চালানো প্রায় অসম্ভব,যা একসময় এলাকাটির বড় সমস্যা হিসেবে বিবেচিত ছিল।
ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর এই সম্মাননা তাঁর কর্মদক্ষতা,সততা ও জনসেবার প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে। সম্প্রতি অনেকের ফেসবুকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন এর সাফল্য এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে।
আশুলিয়া থানার দায়িত্বভার গ্রহণ করে পরিস্থিতি পাল্টাচ্ছেন মুহাম্মদ সোহরাব আল হোসাইন। আশুলিয়া থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন তিনি। তার অফিস কক্ষে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সেবাপ্রার্থী নাগরিকদের কথা মনোযোগ দিয়ে শুনতে অন্যদের প্রতি’অযথা বসে সময় নষ্ট না করে অপরকে কথা বলার সুযোগ করে দিন। ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে আশুলিয়া বাসির প্রশংসায় ভাসছেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম এর প্রতিবেদককে তিনি বলেন,আমরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে নিরলসভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো আশুলিয়া-কে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও দালালমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা।
এবিডি.কম/শিরিন আলম