ঢাকা।। ঢাকা টেস্টে বৃষ্টি নিয়েছে পিছু। টেস্টের প্রথম দিন দুদফায় ব্যহত হয়েছে খেলা। মেঘলা আবহাওয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনের শুরু থেকেই সূর্যালোক ছিল না তেমন একটা। ওই দিন ৭ম ওভার থেকে ফ্লাড লাইট জ্বালিয়ে হয়েছে খেলা। দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঝির ঝির বৃষ্টিতে খেলা স্থগিত থেকেছে ২৫ মিনিট।
টি ব্রেকের পর বেলা ৩টা ৩ মিনিটে দুই আম্পায়ার মাঠে নেমে লাইট মিটার দিয়ে আলো পরীক্ষা করে খেলা রেখেছে স্থগিত। পর্যাপ্ত আলোর অভাবে দিনের শেষ সেশনে আর খেলা গড়ানো সম্ভব হয়নি। বিকেল ৪টা ৬মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষিত হয়েছে।
প্রথম দিন শেষে সফরকারী দলের স্কোর ছিল ১৬১/২। বাবর আজম ৬০ ও আজহার আলী ৩৬ রানে ব্যাটিংয়ে ছিলেন। প্রথম দিন নির্ধারিত ওভারের চেয়ে ৩৩ ওভার কম খেলা অনুষ্ঠিত হওয়ায় এই ৩৩ ওভার পরবর্তী ৫ দিনে সমন্বয় করার কথা ছিল।
সেই নিয়ম অনুযায়ী দ্বিতীয় দিনের খেলা আধ ঘণ্টা এগিয়ে ৯টা ৩০ মিনিট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ভোর থেকে ঝির ঝির বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।
শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে দুদল অনুশীলন করলেও টেস্ট ড্রেস পরে মাঠে নামতে পারেননি। সকাল ৯টা ১৫ মিনিটে আম্পায়ারদ্বয়ের মাঠ পরিদর্শনের কথা থাকলেও বৈরী আবহাওয়ায় তা সম্ভব হয়নি। ঢেকে রাখা পিচ কভার খুলতেই পারেনি মাঠকর্মীরা।
সকাল ১০টা ৪০ এবং ১১টায় দুবার মাঠ ও পিচ পরিদর্শন শেষে ১১ টা ২০ মিনিট থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েও ঝির ঝির বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে পারেননি আম্পায়াররা। আম্পায়রদের ওই পরিদর্শন শেষে পিচের উপর থেকে পিচ কভার উঠিয়ে ফেলে লাঞ্চের সময় আধ ঘন্টা এগিয়ে আনা হয়েছে। ১২টা ১০ মিনিট থেকে ম্যাচ শুরুর পরিবর্তিত সময় ঠিক করেও সেই সময়ে খেলা শুরু করতে পারেনি। বেলা ১টা ৫০ মিনিটে খেলা শুরু করে এই দিনে ৭৮ ওভার খেলা হবে বলে সিদ্ধান্ত নিয়েও বৈরি আবহাওয়ায় তা সম্ভব হয়নি। আধঘণ্টা মাত্র হয়েছে খেলা। বেলা ১টা ২০ মিনিটে বৃষ্টি পুনরায় শুরু হলে ম্যাচ স্থগিত করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
এই আধঘণ্টায় ২৭ রান যোগ করেছে পাকিস্তান। হারায়নি কোনো উইকেট। এবাদতকে স্কয়ার লেগে পর পর ২টি বাউন্ডারিতে ৩৪তম হাফ সেঞ্চুরি উদযাপন করেছেন আজহার আলী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ( বেলা ১টা ২০ মিনিট) পাকিস্তানের স্কোর ১৮৮/২। আজহার আলী ৫২ ও বাবর আজম ৭১ রানে ব্যাটিংয়ে ছিলেন। তৃতীয় উইকেট জুটি তখন পর্যন্ত অবিচ্ছিন্ন ১১৮ রানে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম