নিজস্ব প্রতিবেদক।। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পরিদর্শনে করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম (বার)।
বুধবার (১১আগষ্ট) সকাল সাড়ে দশটা দিকে রাজবাড়ী যাবার পথে পাটুরিয়া -দৌলতদিয়া নৌরুট পরিদর্শন করে ঘাটের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।
এসময় পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে পুলিশের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, পদ্মা সেতুর পিলারে সাথে সাম্প্রতিক কয়েক বার ফেরির ধাক্কা লাগে। একারনে শিমুলিয়া- বাংলাবাজার নৌরুটে ভাড়ী যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। একারনে ওই রুটের যানবাহনের বাড়তি চাপ পরেছে এ নৌরুটে।
এছাড়া আজ থেকে লকডাউন শিথিলের কারনে যাত্রীবাহী যানবাহনের চাপও রয়েছে। ঘাটে যানবাহনের চাপ সামাল দিতে বিআইডব্লিউটিএ ও বিআইড ব্লিউটি সির সাথে সমন্বয় করে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, মানিকগঞ্জে গুরুত্বপূর্ণ পাটুরিয়া ঘাট থাকায় এখানে অতিরিক্ত পুলিশ মোতায়নের বিষয়টি মাথায় রয়েছে বলেও তিনি জানান। নৌরুট পরিদর্শন কালে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা, শিবালয় থানার ওসি ফিরোজ কবিরসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি রাজবাড়ীতে পুলিশের একটি মিটিংয়ে অংশ নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু