নিজস্ব সংবাদদাতা।। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক সাংসদ ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা-১৯ আসনে ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর নাম ঘোষণা করেন।
জানা যায়,ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে দুই বারসংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। তিনি দুঃসময়ে ভূমিকা রাখায় দল এই সিদ্ধান্ত নেন। তিনি ঢাকা-১৯ আসনে মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ, উল্লাস করতে দেখা যায়।
ঢাকা-১৯ আসনে ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এর কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন,ঢাকা-১৯ আসনে দল তাকে মনোনয়ন দিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এবং দলের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করবেন বলে জানান।
এবিডি.কম/ জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম