নিজস্ব প্রতিবেদক।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়ে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ শহীদুল্লাহ মুন্সী।
শুক্রবার (৪ আগস্ট) দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার বাজার মসজিদে জুমার নামাজ আদায় করার সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করে এ ঘোষণা দেন তিনি।
এ সময় শহীদুল্লাহ মুন্সী বলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনটি হচ্ছে শিল্পাঞ্চল এলাকা। এই এলাকার শ্রমিক মেহনতি মানুষের সেবা করা ও উন্নয়নের জন্য যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তৃণমূল থেকে উঠে আসা নেতাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া হলে আগামী নির্বাচনে আমি মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাঠে কাজ করেছি ও সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী তাদের সেবা দিয়েছি। নিজের স্বার্থকে কখনো বড় করে দেখিনি সরকার এবং জনগনের স্বার্থে কাজ করেছি। তাই জনগণের ইচ্ছায় আমি প্রার্থী হয়ে তাদের সেবা করতে চাই।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম