নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী জানান, সকাল পৌনে ১১টার দিকে তিনতলা গ্রন্থাগার ভবনের নিচতলায় সার্কিট বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গ্রন্থাগারের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন, যোগ করেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।